Wellcome to National Portal
Main Comtent Skiped
Welcome to the web portal of Upazila Food Controller's Office, Nakla, Sherpur

Title
Purchase Paddy to Local Supply Storage
Details

১। নকলা উপজেলায় প্রতি কেজি ৩০ টাকা দরে মোট ১১৪৭.০০০ মে: টন ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে।

২। একজন কৃষক সর্বোচ্চ ৩.০০০ মে: টন বা ৭৫ মণ ধান সরবরাহ করতে পারবেন।

৩। এ জন্য কৃষককে প্রথমে কৃষকের অ্যাপে নিবন্ধন করতে হবে।

৪। কৃষক যদি পূর্বেই নিবন্ধন করে থাকেন তাহলে শুধু ধান বিক্রির আবেদন করতে হবে।

৫। অনলাইনে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক নির্বাচন করা হবে।

৬। নির্বাচিত কৃষককে তার বরাদ্দের পরিমাণ এবং গুদামে ধান সরবরাহের তারিখ মোবাইলে এসএমএস এর মাধ্যমে  জানিয়ে দেওয়া হবে।

Images
Attachments
Publish Date
07/05/2023
Archieve Date
15/05/2023