Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময় সীমা

নিদিষ্ট সেবা প্রদানের ব্যর্থ হলে প্রতিকারের বিধান

 

১।

সংগ্রহ

সরকার অভ্যন্তরীণভাবে কৃষক/ মিল মালিকদের নিকট হতে বোরো ও আমন ধান চাল সংগ্রহ করে থাকে।

সরকার কর্তৃক প্রদত্ত সময়সীমার মধ্যে সংগ্রহ সম্পন্ন করতে হয়। 

নীতিমালা অনুযায়ী জামানত বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

২।

লাইসেন্স শাখা

সরকার মিল লাইসেন্স/ খাদ্যশস্য/ খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স/ ডুপ্লি কেটিং/ নবায়ন/নাম পরিবর্তন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করে থাকে।

৩০ জুনের মধ্যে নবায়ন করতে হয়।

প্রতি বৎসর নবায়ন করতে হয় নবায়ন না করলে লাইসেন্স বাতিল হয়ে যায়।

৩।

ওএমএস

সরকার গরীব জনসাধারনের দুঃখ লাঘব, বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খোলা বাজারে (ওএমএস) চাল/আটা বিক্রি কার্যক্রম পরিচালনা  করেন। 

সরকার নির্ধারিত সময় পর্যন্ত কার্যক্রম চলতে থাকে।

 

 

৪।

ফেয়ার প্রাইস

সরকার সুলভ মূল্যে চাল বিক্রির জন্য ডিলার নিয়োগ প্রদান করে থাকে।

 

সরকার নির্ধারিত সময় পর্যন্ত কার্যক্রম চলতে থাকে।

 

৫।

৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী ফেয়ার প্রাইস

৪র্থ শ্রেণী সরকারী কর্মচারীদের সুলভ চাল/গম/আটা বিতরনের জন্য সরকার মাসে ২০ কেজি করে চাল/আটা বিতরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সরকার নির্ধারিত সময় পর্যন্ত কার্যক্রম চলতে থাকে।

 

 

৬।

হত দরিদ্রদের জন্য ডিলার নিয়োগ

সরকার হত দরিদ্রের মধ্যে কার্ডের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে চাল বিতরণ করে থাকে।

সরকার নির্ধারিত সময় পর্যন্ত কার্যক্রম চলতে থাকে।